Miscellaneous Information

চন্দ্রাবতী (১৫৫০-১৬০০) ছিলেন একজন মধ্যযুগীয় বাঙালি কবি এবং বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। তিনি রামায়ণ, দস্যু কেনারামের পালা ও মলুয়া লোকপালা রচনা করেছিলেন। তিনি ১৫৫০ সালে ময়মনসিংহের পাতুয়াইর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা দ্বিজ বংশী দাস ছিলেন একজন ভাসান কবি এবং মনসামঙ্গল কাব্যের অন্যতম রচয়িতা। চন্দ্রাবতী ছোটবেলা থেকেই বাবার কাছে সাহিত্য ও সংস্কৃতির শিক্ষা লাভ করেন। তিনি ছিলেন একজন মেধাবী ও কবিত্ব প্রতিভার অধিকারী নারী। চন্দ্রাবতীর রচিত রামায়ণ বাংলা সাহিত্যের এক অনন্য কীর্তি। তিনি এই রামায়ণে নারীদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তার রামায়ণে সীতা, রাবণী ও অন্যান্য নারী চরিত্রগুলিকে অত্যন্ত স্বাধীন ও শক্তিশালী হিসেবে চিত্রিত করা হয়েছে। চন্দ্রাবতী বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ কবি। তার রচনাগুলি বাংলা সাহিত্যের ইতিহাসে এক অমূল্য সম্পদ।