আপন সুরাতে আদম গঠলো দয়াময়।
নইলে কি ফেরেস্তাকে সেজদা দিতে কয়।
আল্লা আদম না হলে
পাপ হত সেজদা দিলে
শেরেক পাপ যারে বলে
এ দীন-দুনিয়ায়।
দুষে সে আদম সফি
আজাজিল হল পাপী
মন তোমার লাফালাফি
তেমনি দেখা যায়।
আদমি সে চেনে আদম
পশু কি তার পায় মরম
লালন কয়, আদ্য ধরন
আদম চিনলে হয়।।

———–

লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৩৯; লালন-গীতিকা, পৃ. ১৯৩

বাউল কবি লালন শাহ গ্রন্থে অভোগ স্তবকটি এভাবে সংকলিত হয়েছে :

আদমি সে আদম চিনে
ঠিক নামায় দেল কোরানে
লালন কয়, সিরাজ সাঁইর গুণে
আদম চিনলে হয়– পৃ. ৩০৭

<

Lalon Fakir ।। লালন ফকির