তুমি এসো ফিরে এসো,
যদি আসে ছেলেবেলা
দুজনাতে হবে জেনো
ঘর বাঁধা বাঁধা খেলা ||


জল টল টল ঢেউ চঞ্চল সেই নদী,
সেই কৈশোর ছুঁয়ে উচ্ছল হয় যদি
তবে তখনই দেব ভাসিয়ে
পাতাবাহারের সেই ভেলা ||


পৌষ পরবের চোত গাজনের সেই দেশে
চলো একবার এই আমরা যাই ভেসে ||
চলো চম্পার সেই মালাটি হোক স্বপ্নে গেঁথে ফেলা ||

Gauriprasanna Mazumder ।। গৌরীপ্রসন্ন মজুমদার