বাঁশিটার একটাই দোষ, বলে রাধা রাধা
বোঝে না সে রীতি-নীতি চেনে নাতো বাধা।।


রাধা মানে ভালোবাসা রাধা মানে প্রাণ
একথাই বাঁশি জানে তাই অভিমান
জানে না তো ননদিনীর কথায় আছে হাজার বাধা।।


পৃথিবীতে ভালোবাসা ছাড়াও কিছু আছে
একথাই আজও অজানা অবুঝ বাঁশির কাছে।


বিদ্বেষ হানাহানির সুর এ বাঁশিতে নেই
মনগড়া পথ বন্ধুর এ বাঁশিতে নেই
এখন সুখের মিছিলে তাই শুধুই শুনি বাঁশির কাঁদা।।

Jatileswar Mukhopadhyay ।। জটিলেশ্বর মুখোপাধ্যায়