আমার অঙ্গে জ্বলে রঙমশাল
আহা কি রঙ্গ! পোড়ে পতঙ্গ!
বুকে অনঙ্গ নৃত্যে মাতাল!!


এ তনু অতনু মন্দির
মন্ত্র নিয়ে কত পূজারীর ভিড়!
তবু আমায় করেছে কেন এমন অধীর?
এক সুন্দর স্বপনের স্মৃতি-মায়াজাল!!


এই জীবন নিয়ে ছিনিমিনি খেলা,
এনেছে জীবনে ভরা শ্রাবণ বেলা।


এই মন ছিল কত সুখের নিবাস
যে ভালোবাসা সুখ যায় পরবাস!
আজ নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রণয় হুতাশ!
ফুলশরে ভরা চোখে পথ চেয়ে যায় কাল।।

Jatileswar Mukhopadhyay ।। জটিলেশ্বর মুখোপাধ্যায়