সাগর-মন্থনে চন্দ্র হইল উৎপন্ন।
হইল চন্দ্রের পুত্র বধু অতি ধন্য।।
পুরুশুচ নামে হৈল তাঁহার নন্দন।
তাঁর পুত্র শতাবর্ত্ত জানে সর্ব্বজন।।
স্বর্গ নামে তাঁহার হইল এক সুত।
হইল তাহাঁর পুত্র শ্বেত নামযুত।।
নামেতে হইল নিমি তাঁহার নন্দন।
নিমিকে প্রশংসা করে যত দেবগণ।।
সকলে মিলিয়া তাঁর মথিল শরীর।
তাহাতে জন্মিল পুত্র মিথি নামে বীর।।
সেই বসাইল এই মিথিলা নগর।
বীরধ্বজ কুশধ্বজ তাঁহার কোঙর।।
সৃষ্টিরক্ষা হেতু ধাতা চিন্তিয়া অন্তরে।
করিল লক্ষ্মীর জন্ম জনকের ঘরে।।
কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব সুন্দর।
চন্দ্রবংশ রচনা করিল কবিবর।।

<

Super User