খুব সাবধান

নীরেন্দ্রনাথ চক্রবর্তী

এখান-ওখানে যেখানে-সেখানে
তুলি বেঁধে দুই চোখে
রাস্তা পেরুলে শুনে নে পঞ্চা
কী শাস্তি দেব তােকে।

ইংরিজি-স্যার ক্লাসে যা করেন
ভার্বকে বললে নাউন,
তােকেও তেমনি করিয়ে রাখব
রাস্তায় নিল্ ডাউন।

মাথায় সুপুরি বসিয়ে ঠুকব
কাঠের খড়ম দিয়ে,
তারপরে দেব এমন বকুনি
পিলে যাবে চমকিয়ে।

ওরে ও পঞ্চা, রাস্তা পেরুবি
সাবধানে বারাে মাস,
নইলে গুড়িয়ে দেবে তােকে ঠিক
রাক্ষুসে মিনিবাস।

 

Nirendranath Chakravarty ।। নীরেন্দ্রনাথ চক্রবর্তী