আমার রঙের বাক্স থেকে
ঢালবো এমন নীল,
আকাশ পাতাল খুঁজলে তবু
পাবে না তার মিল।
আমার তুলির ছোঁয়ায় শাদা
পাতায় পড়বে দাগ।
হরিণ যাকে ভয় পাবে না
গড়বো তেমন বাঘ।

রঙের ছোপে উঠবে হেসে
পাথরকাটা পথ,
চিলেকোঠায় থামবে এসে
সূয্যিমামার রথ।

মেঝের চকে আঁকতে পারি
আকাশ-ছোঁয়া ঘর,
দেয়াল জুড়ে ভলগা নদী
কিংবা শুকনো থর।

ছাদে ওঠে ঝলমলিয়ে
সোঁদরবনের গাছ,
আঁচড় কেটে ধরতে পারি
সবুজ পরীর নাচ।

আমার রঙের খেলা এমন
রাতকে করে দিন।
খাতার কোণায় ঝলসে ওঠে
কঙ্গো কিংবা চীন।

Shamsur Rahman।। শামসুর রাহমান