আর ঘুমাইও না, দেখ চক্ষু মেলি ;
দেখ দেখ চেয়ে অবনীমণ্ডলী
কিবা সুসজ্জিত, কিবা কুতূহলী,
    বিবিধ মানবজাতিরে লয়ে |
মনের উল্লাসে, প্রবল আশ্বাসে,
প্রচণ্ড বেগেতে, গভীর বিশ্বাসে,
বিজয়ী পতাকা উড়িয়ে আকাশে,
    দেখ হে ধাইছে আকুতোভয় |---
হোথা আমেরিকা নয়া অভ্যুদয়,
পৃথিবী গ্রাসিতে করিছে আশয়,
হয়েছে অধৈর্য নিজ বীর্যবলে,
ছাড়ে হুহুঙ্কার, ভূমণ্ডল টলে,
যেন বা টানিয়া ছিঁড়িয়া ভূতলে
     নূতন করিয়া গড়িতে চায় |
মধ্যস্থলে হেথা আজন্মপূজিতা
চিরবীর্যবতী, বীর-প্রসবিতা,
অনন্ত-যৌবনা যুনানীমণ্ডলী,
মহিমা-ছটাতে জগত্ উজলি,
সাগর ছেঁচিয়া, মরু গিরি দলি,
      কৌতুকে ভাসিয়া চলিয়া যায় ||
আরব্য, মিশর, পারস্য, তুরকী,
তাতার, তিব্বত --- অন্য কব কি?
চীন, ব্রহ্মদেশ, অসভ্য জাপান,
তারাও স্বাধীন, তারাও প্রধান,
দাসত্ব করিতে করে হেয়জ্ঞান,
      ভারত শুধুই ঘুমায়ে রয় |
বাজ্ রে শিঙ্গা, বাজ্ এই রবে,
সবাই স্বাধীন এ বিপুল ভবে,
সবাই জাগ্রত মানের গৌরবে,
      ভারত শুধুই ঘুমায়ে রয় |
এই কথা বলি মুখে শিঙ্গা তুলি
শিখরে দাঁড়ায়ে গায়ে নামাবলি,
নয়ন-জ্যোতিতে হানিয়ে বিজলী
      গায়িতে লাগিল জনৈক যুবা |
আয়ত লোচন, উন্নত ললাট,
সুগৌরাঙ্গ তনু, সন্ন্যাসীর ঠাট,
শিখরে দাঁড়ায়ে, গায়ে নামাবলি,
নয়ন-জ্যোতিতে হানিল বিজলী,
      বদনে ভাতিল অতুল আভা | ---
নিনাদিল শৃঙ্গ করিয়া উচ্ছাস,
বিংশতি কোটি মানবের বাস
এ ভারতভূমি যবনের দাস ?
      রয়েছে পড়িয়া শৃঙ্খলে বাঁধা !
আর্যাবর্ত জয়ী পুরুষ যাহারা,
সেই বংশোদ্ভব জাতি কি ইহারা ?
জন কত শুধু প্রহরী পাহারা,
      দেখিয়া নয়নে লেগেছে ধাঁধা ?
ধিক হিন্দুকুলে ! বীরধর্ম ভুলে,
আত্ম-অভিমান ডুবায়ে সলিলে,
দিয়াছে সঁপিয়া শত্রু-করতলে,
      সোনার ভারত করিতে ছার !
হীনবীর্যসম হয়ে কৃতাঞ্জলি,
মস্তকে ধরিতে বৈরি-পদধূলি,
হ্যাদে দেখ ধায় মহাকুতূহলী,
      ভারতনিবাসী যত কুলাঙ্গার |                    

এসেছিল যবে আর্যাবর্তভূমে,
দিক্ অন্ধকার করি তেজোধূমে,
রণ-রঙ্গ-মত্ত পূর্ব-পিতৃগণ,
যখন তাহারা করেছিল রণ,
করেছিল জয় পঞ্চনদগণ,
       তখন তাহারা ক'জন ছিল ?
আবার যখন জাহ্নবীর কুলে
এসেছিল তারা জয়ডঙ্কা তুলে,
যমুনা, কাবেরী, নর্মদা পুলিনে,
দ্রাবিড়, তৈলঙ্গ, দক্ষিণাত্যবনে ;
অসংখ্য বিপক্ষ পরাজয়ি রণে,
       তখন তাহারা ক'জন ছিল ?
এখন তোরা যে শত কোটি তার,
স্বদেশ-উদ্ধার করা কোন্ ছার,
পারিস্ শাসিতে হাসিতে হাসিতে,
সুমেরু অবধি কুমেরু হইতে,
বিজয়ী পতাকা ধরায় তুলিতে,
       বারেক জাগিয়া করিলে পণ |
তবে ভিন্ন জাতি শত্রু-পদতলে,
কেন রে পড়িয়া থাকিস সকলে ?
কেন না ছিঁড়িয়া বন্ধন-শৃঙ্খলে,
       স্বাধীন হইতে করিস মন ?
এই দেখ সেই মাথার উপরে,
রবি, শশী, তারা, দিন দিন ঘোরে,
ঘুরিত যেরূপ দিক শোভা করে
       ভারত যখন স্বাধীন ছিল !
সেই আর্যাবর্ত এখন (ও) বিস্তৃত,
সেই বিন্ধ্যগিরি এখন (ও) উন্নত,
সেই ভাগীরথী এখন (ও) ধাবিত,
       পুরাকালে তারা যেরূপ ছিল |
কোথা সে উজ্জ্বল হুতাশন-সম
হিন্দু বীর দর্প, বুদ্ধি, পরাক্রম,
কাঁপিত যাহাতে স্থাবর জঙ্গম,
        গান্ধার অবধি জলধি-সীমা ?
সকলি ত আছে সে সাহস কই ?
সে গম্ভীর জ্ঞান, নিপুণতা কই ?
প্রবল তরঙ্গ সে উন্নতি কই ?
       কোথারে আজি সে জাতি-মহিমা !
হয়েছে শ্মশান এ ভারতভূমি !
কারে উচ্চৈঃস্বরে ডাকিতেছি আমি ?
গোলামের জাতি শিখিছে গোলামি ! ---
        আর কি ভারত সজীব আছে ?
সজীব থাকিলে এখনি উঠিত,
বীর-পদ-ভরে মেদিনী দুলিত,
ভরতের নিশি প্রভাত হইত,
        হায় রে সেদিন ঘুচিয়া গেছে !
এই কথা বলি অশ্রুবিন্দু ফেলি,
ক্ষণমাত্র যুবা শৃঙ্গনাদ ভুলি,
পুনর্বার শৃঙ্গ মুখে নিল তুলি,
       গর্জিয়া উঠিল গম্ভীর স্বরে ---
এখন (ও) জাগিয়া উঠরে সবে,
এখন (ও) সৌভাগ্য উদয় হবে,
রবি-কর-সম দ্বিগুণ প্রভাবে,
        ভারতের মুখ উজ্জ্বল ক'রে |
একবার শুধু জাতিভেদ ভুলে,
ক্ষত্রিয় ব্রাহ্মণ বৈশ্ব শূদ্র মিলে,
করি দৃঢ় পণ এ মহীমণ্ডলে
        তুলিতে আপন মহিমা-ধ্বজা |                   

জপ, তপ আর যোগ আরাধনা,
পূজা, হোম, যাগ, প্রতিমা-অর্চনা,
এ সকলে এবে কিছুই হবে না,
        তূণীর কৃপাণে কর্ রে পূজা |
যাও সিন্ধুনীরে, ভূধর-শিখরে,
গগনের গ্রহ তন্ন তন্ন ক'রে,
বায়ু, উল্কাপাত, বজ্রশিখা ধরে'
        স্বকার্য-সাধনে প্রবৃত্ত হও !
তবে সে পারিবে বিপক্ষে নাশিতে,
প্রতিদ্বন্দ্বী সহ সমকক্ষ হতে,
স্বাধীনতারূপ রতনে মণ্ডিতে,
        যে শিরে এখনে পাদুকা বও |
ছিল বটে আগে তপস্যার বলে
কার্যসিদ্ধি হ'ত এ মহীমণ্ডলে,
আপনি আসিয়া ভক্ত-রণস্থলে,
        সংগ্রাম করিত অমরগণ |
এখন সে দিন না হ'ক রে আর,
দেব-আরাধনে ভারত উদ্ধার
হবে না, ---হবে না ---খোল্ তরবার ;
        এ সব দৈত্য মহে তেমন |
অস্ত্র পরাক্রমে হও বিশারদ,
রণ-রঙ্গ-রসে হওরে উন্মাদ,---
তবে সে বাঁচিবে, ঘুচিবে বিপদ,
        জগতে যদ্যপি থাকিতে চাও |
কিসের লাগিয়া হলি দিশেহারা,
সেই হিন্দুজাতি, সেই বসুন্ধরা,
জ্ঞান-বুদ্ধিজ্যোতিঃ তেমতি প্রখরা,
        তবে কেন ভূমে পড়ে লুটাও ?
ওই দেখ সেই মাথার উপরে,
রবি, শশী, তারা দিনদিন ঘোরে,
ঘুরিত যেরূপে দিক্ শোভা করে,
        ভারত যখন স্বাধীন ছিল ;
সেই আর্যাবর্ত এখন (ও) বিস্তৃত,
সেই বিন্ধ্যগিরি এখন (ও) উন্নত,
সেই ভাগীরথী এখন (ও) ধাবিত,
         কেন সে মহত্ত্ব হবে না উজ্জ্বল ?
বাজরে শিঙ্গা বাজ্ এই রবে,
শুনিয়া ভারতে জাগুক সবে,
সবাই স্বাধীন এ বিপুল ভবে,
সবাই জাগ্রত মানের গৌরবে,
         ভারত শুধু কি ঘুমায়ে রবে ?
                                          

hemchandra bandyopadhyay ।। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়