ক্ষান্ত করো অতীতের পুরাতন অতীতের কথা ;
সো কাহিনী আরবার শুনিবার নাহি কোনো সাধ |
স্মৃতি তার আজ শুধু চিত্ত ভরি জাগায় তিক্ততা
ক্রূর কণ্ঠে বর্তমান তারে শুধু দেয় অপবাদ |
সুদূর অতীতে যদি আমাদের পূর্বপুরুষেরা
ভূবনে রচিয়া থাকে সভ্যতার নব-ইতিহাস,
বঞ্চিত ক্ষুধিত এই দাসত্বের অপমানে ঘেরা
মোদের জীবনে মেলে স্বপ্নেও কি তাহার আভাস
সে-কাহিনী মিথ্যা আজি | মিথ্যা তারে করেছি আমরা |
যে-ঐশ্বর্য ছিল সেথা তারে মোরা করিয়াছি ক্ষয়
আমাদের জীবনের দৈন্য দিয়া তীব্র ক্ষুধা দিয়া |
আপন পৌরুষ দিয়া যদি পারি করিবারে জয়
সে-গৌরব পুনর্বার অন্তরের অনলে দহিয়া
রচিব ভারতবর্ষ মানবের স্বপ্নের আমরা |
                                                                          

Humayun Kabir ।। হুমায়ুন কবির