বর্ষা এসে হাত ছোয়ালো কয়েক গাছা চুলে,
                   তাকে বললাম ..
 "সর্দি হবে জল বসলে চুলে!
    হ্যাচ পেচিয়ে হাঁচবো ভীষণ, দুচোখ হবে লাল!"
                  "ফের ভেজাবো"
বর্ষা আমায় জানিয়েছিল কাল।
 
 
             কাল কেটেছে আজ হয়েছে, বৃষ্টি গেছে থেমে,
আমিও আমার স্বভাবমতো ফের পড়েছি প্রেমে।
 
  রোদের প্রেমে ঈষৎ ঘেমে,
    চষেছি পাড়াময় 
              বর্ষা রোদের  পাত্তা পাবে,
    তাই কখনো হয়!
 
    চিলতে হেসে মিথ্যে কেশে
       খাঁকরে নিয়ে গলা ,
খুচরো গুনে দোকান থেকে কিনেছি হজমোলা।
দুপুর থেকে বিকেল হল বিকেল থেকে সাজ
বর্ষা বোধহয় ব্যস্ত আছে
 তাই এলোনা আজ।
সন্ধ্যা শেষে নিরুদ্দেশে ছুটিযে দিয়ে গাড়ি,
এমন সময়" may I come in? একটু আসতে পারি"
রিনরিনে এক কন্ঠ, আমার এ কণ্ঠস্বর চেনা!
বর্ষা বলে কি ভাবছিলেন আজকে আর আসবো না?॥
এই দেখে নাও আজও তোমার চুলের ডগা ছুঁয়ে,
নামছি আমি ছদ্দবেশী বৃষ্টি কণা হয়ে 
ভিজিয়েছি চুল সর্দি-কাশি যাই হয়ে যাক তাও!
আজকে শুধু আর একটিবার আমায় মেখে নাও!
 
মখমলি সেই স্পর্শ তোমার, কাছে সারা গা,
শরীর আমার অবশ গাড়ি আর যে চলে না!
আবছা আলোয় বর্ষাদিনের বরসা প্রবাহিনী,
বর্ষা আমি তোমার কাছে আজন্মকাল ঋণী।
 
কেউ ডাকেনি এমন করে যেমন করে ঝরো,
আশ্লিষ্ঠ আধ ভেজা গায়ে, তাইতো বলি আরো।
 
আর থাকেনা হুঁশ,
 চলে যায় তেপান্তরের মাঠে।
বসা তখন আলতো করে স্পর্শ করে ঠোঁটে ,
ঠিক থাকেনা হয়তো কিছুই প্রেক্ষাপটের দাবি,
বর্ষা তবু ভিজে গেল সূর্য প্রেমিক কবি।

Anindya Mukhopadhyay ।। অনিন্দ্য মুখোপাধ্যায়