আমার গহিন জলের নদী
(রাধু পাগলির গান)
ভাটিয়ালি – কাহারবা

আমার     গহিন জলের নদী।
 আমি      তোমার জন্যে ভেসে রহিলাম জনম অবধি॥
ও ভাই      তোমার বানে ভেসে গেল আমার বাঁধা ঘর,
 আমি      চরে এসে বসলাম রে ভাই, ভাসালে সে চর।
 এখন      সব হারিয়ে তোমার সোঁতে ভাসি নিরবধি॥
আমার      ঘর ভাঙিলে ঘর পাব ভাই, ভাঙলে কেন মন,
ও ভাই      হারালে আর পাওয়া না যায় মনের রতন।
ও ভাই      জোয়ারে মন ফিরেনা আর, ভাটিতে হারায় যদি।
  তুমি      ভাঙো যখন কূল রে নদী ভাঙো একই ধার,
  আর      মন যখন ভাঙোরে নদী দুইকূল ভাঙো তার।
ও ভাই      চর পড়েনা মনের কূলে, একবার সে ভাঙে যদি॥
<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম