পিলু – মিশ্র কাহারবা
 
ফিরি পথে পথে মজনুঁ দিওয়ানা হয়ে।  
বুকে মোর এয়্ খোদা তোমারই এশ্‌ক্ লয়ে॥  
তোমার নামের তসবীহ লয়ে ফিরি গলে, 
দুনিয়াদার বোঝে না মোরে পাগল বলে,  
ওরা চাহে ধনজন আমি চাহি প্রেমময়ে॥  
আছ সকল ঠাঁয়ে শুনে বলে সবে,  
এমনি চোখে তোমার দিদার কবে হবে,
আমি মনসুর নহি যে পাগল হব আনাল্‌হক কয়ে॥
তোমার হবিবের আমি উম্মত এয় খোদা,  
তাইতো দেখিতে তোমায় সাধ জাগে সদা,
আমি মুসা নহি যে বেহোশ হয়ে পড়ব ভয়ে॥  
তোমারই করুণায় যাবই তোমায় জেনে,  
বসাব মোর হৃদে তোমার আর্শ এনে,
আমি চাই না বেহেশ্‌ত, রব বেহেশ্‌তের মালিক লয়ে॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম