পিলু-মিশ্র রূপক

পাষাণ-গিরির বাঁধন টুটে
নির্ঝরিণী আয় নেমে আয়।
ডাকছে উদার নীল পারাবার
আয় তটিনী আয় নেমে আয়॥
বেলাভূমে আছড়ে পড়ে
কাঁদছে সাগর তোরই তরে,
তরঙ্গেরই নূপুর পরে
জল-নটিনি আয় নেমে আয়॥
দুই ধারে তোর জল ছিটিয়ে
ফুল ফুটিয়ে আয় নেমে আয়,
শ্যামল তৃণে চঞ্চল অঞ্চল লুটিয়ে
আয় নেমে আয়॥
সজল যে তোর চোখের চাওয়ায়
সাগর জলে জোয়ার জাগায় –
সেই নয়নের স্বপন দিয়ে
বনহরিণী আয় নেমে আয়॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম