মার্চের সুর

দুরন্ত দুর্মদ প্রাণ অফুরান 
         গাহে আজি উদ্ধত গান।  
লঙ্ঘি গিরি-দরি  
ঝঞ্ঝা-নূপুর পরি  
ফেরে মন্থর করি অসীম বিমান॥  
আমাদের পদভরে ধরা টলমল,  
অগ্নিগিরি ভয়ে মন্থর নিশ্চল,  
কম্প্রমানা ধরা শান্ত অটল,  
চরণে লুটায় ঘোর সিন্ধু-তুফান॥
মোরা উচ্ছৃঙ্খল ঘোর স্পর্ধাভরে,  
ভাঙি দ্বার, নিষেধের বজ্র-করে,
করি অসম্ভবের পানে নব অভিযান॥  
মোদেরে প্রণমি যায় কাল-ভৈরব,  
আমাদের হাতে মৃত্যুর পরাভব,  
মৃত্যু নিঙাড়ি আনি জীবন-আসব, 
        মানুষে করেছি মোরা মহামহীয়ান॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম