খাম্বাজ দাদরা

গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ওই,
বহিয়া চলেছে আগের মতন
কই রে আগের মানুষ কই॥
মৌনী স্তব্ধ সে হিমালয়
তেমনই অটল মহিমময়,
নাহি তার সাথে সেই ধ্যানী ঋষি,
আমরাও আর সে জাতি নই॥
আছে সে আকাশ, ইন্দ্র নাই,
কৈলাসে সে যোগীন্দ্র নাই,
অন্নদাসুত ভিক্ষা চাই,
কী কহিব এরে কপাল ব-ই॥
সেই আগ্রা সে দিল্লি ভাই,
পড়ে আছে, সে বাদশা নাই
নাই কোহিনূর ময়ূর-তখ্‌ত্
নাই সে বাহিনী বিশ্বজয়ী॥
আমরা জানি না, জানে না কেউ,
কূলে বসে কত গণিব ঢেউ,
দেখিয়াছে কত, দেখিব এ-ও
নিঠুর বিধির লীলা কতই॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম