মর্সিয়া

এল শোকের সেই মোহররম কারবালার স্মৃতি লয়ে।
আজি বেতাব বিশ্ব-মুসলিম সেই শোকে রোয়ে রোয়ে॥
মনে পড়ে আসগরে আজ পিয়াসা দুধের বাচ্চায়
পানি চাহিয়া পেল শাহাদত হোসেনের বক্ষে রয়ে॥
এক হাতে বিবাহের কাঙন এক হাতে কাসেমের লাশ,
বেহোশ খিমাতে সকিনা অসহ বেদনা সয়ে॥
ঝরিছে আঁখিতে খুন হায় জয়নাল বেহোশ কেঁদে
মানুষ বলে সহে এত পাথরও যেত ক্ষয়ে॥
শূন্য পিঠে কাঁদে দুলদুল হজরত হোসেন শহিদ,
আশমানে শোকের বারেষ ঝরে আজি খুন হয়ে॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম