ভৈরবী কাহারবা

ঈদজ্জোহার চাঁদ হাসে ওই
এল আবার দুসরা ঈদ।
কোরবানি দে কোরবানি দে,
শোন খোদার ফরমান তাকীদ ॥
এমনি দিনে কোরবানি দেন
পুত্রে হজরত ইব্রাহিম,
তেমনি তোরা খোদার রাহে
আয় রে হবি কে শহিদ॥
মনের মাঝে পশু যে তোর
আজকে তারে কর জবেহ
পুলসরাতের পুল হতে পার
নিয়ে রাখ আগাম রসিদ॥
গলায় গলায় মিল রে সবে
ভুলে যা ঘরোয়া বিবাদ,
শিরনি দে তুই শিরীন জবান
তশতরীতে প্রেম মফিদ ॥
মিলনের আরফাত ময়দান
হোক আজি গ্রামে গ্রামে,
হজের অধিক পাবি সওয়াব
এক হলে সব মুসলিমে।
বাজবে আবার নূতন করে
দীন-ই ডঙ্কা, হয় উমীদ ॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম