ভৈরবী — কাওয়ালি

এ আঁখি-জল মোছো পিয়া
ভোলো ভোলো আমারে।
মনে কে গো রাখে তারে
ঝরে যে ফুল আঁধারে॥
ফোটা ফুলে ভরি ডালা
গাঁথো বালা মালিকা,
দলিত এ ফুল লয়ে
দেবে গো বলো কারে॥
স্বপনের স্মৃতি প্রিয়
জাগরণে ভুলিয়ো,
ভুলে যেয়ো দিবালোকে
রাতের আলেয়ারে॥
ঝুরিয়া গেল যে মেঘ
রাতে তব আঙিনায়,
বৃথা তারে খোঁজো প্রাতে
দূর-গগন-পারে॥
ঘুমায়েছ সুখে তুমি
সে কেঁদেছে জাগিয়া,
তুমি জাগিলে গো যবে
সে ঘুমায়ে ওপারে॥
আগুনে মিটালি তৃষা
কবি কোন্ অভিমানে,
উদিল নীরদ যবে
দূর বন-কিনারে॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম