তেমনই চাহিয়া আছে নিশীথের তারাগুলি,
লতা-নিকুঞ্জে কাঁদে আজও বন-বুলবুলি।
ফিরে এসো, ফিরে এসো প্রিয়তম॥
ঘুমায়ে পড়েছে সবে মোর ঘুম নাহি আসে
তুমি যে ঘুমায়েছিলে সেদিনও আমার পাশে
সাজানো সে গৃহ তব ঢেকেছে পথের ধূলি।
ফিরে এসো, ফিরে এসো প্রিয়তম॥
আমার চোখের জলে মুছে যায় পথ-রেখা
রোহিণী গিয়াছে চলি চাঁদ কাঁদে একা একা
কোন দূর তারালোকে কেমনে রয়েছ ভুলি।
ফিরে এসো, ফিরে এসো প্রিয়তম॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম