ওগো সুন্দর তুমি আসিবে বলিয়া বনপথে পড়ে ঝরি
রাঙা অশোকের মঞ্জরী
হাসে বনদেবী বেণিতে জড়ায়ে মালতীর বল্লরি, নব কিশলয় পরি।
কুমুদি কালিকা ঈষৎ হেলিয়া, চাঁদেরে নেহারি হাসে মুচকিয়া
মহুয়ার বনে ভ্রমর ভ্রমরী ফিরিতেছে গুঞ্জরি॥
যাহা কিছু হেরি ভালো লাগে আজ লুকাইতে নারি হাসি,
কাজ করি আর শুনি যেন কানে মিঠে পাহাড়িয়া বাঁশি।
এক শাড়ি খুলে পরি আর শাড়ি
বারে বারে মুখ মুকুরে নেহারি
দুরু দুরু হিয়া ওঠে চমকিয়া, অকারণে লাজে মরি॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম