আমি জানি তব মন আমি বুঝি তব ভাষা।
তব কঠিন হিয়ার তলে জাগে
কী গভীর ভালবাসা॥
ওগো উদাসীন! আমি জানি তব ব্যথা,
আহত পাখির বুকে বাণ বিঁধে কোথা,
কোন অভিমানে ভুলিয়াছ তুমি
ভালবাসিবার আশা॥
তুমি কেন হানো অবহেলা অকারণে আপনাকে,
প্রিয়া, যে হৃদয়ে বিষ থাকে – সেই হৃদয়েই অমৃত থাকে।
তব যে-বুকে জাগে প্রলয়-ঝড়ের জ্বালা
আমি দেখেছি যে সেথা সজল মেঘের মালা
ওগো ক্ষুধাতুর আমারে আহুতি দিলে
মিটিবে কি তব পরানের পিপাসা॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম