মঞ্জুভাষিণী

আজও ফাল্গুনে বকুল কিংশুকের বনে
কহে কোন কথা হৃদয় স্বপ্নে আনমনে
মৃদু মর্মরে পথের পল্লবের সাথে
গাহে কোন গীতি নিশীথে পানসে জ্যোৎস্নাতে
খোঁজে কার স্মৃতি নীরস শুভ্র চন্দনে॥
গ্রহে চন্দ্রে কয়, সে কি গো মৃত্যুদ্বার খুলে
হয়ে সৃষ্টি পার গিয়াছে অমৃতের কূলে
কাঁদে কোন লোকে পরম সুন্দরের সনে॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম