বাউল লোফা

আমার প্রাণের দ্বারে ডাক দিয়ে কে যায়  
        বারেবারে।
তার নূপুর-ধ্বনি রিনিঝিনি বাজে  
        বন-পারে॥  
নিঝুম রাতে ঘুমাই যবে
সে ডাকে আমায় বেণুর রবে,  
স্বপন-কুমার আসে স্বপন-অভিসারে॥
যবে জল নিতে যাই নদীতটে একলা  
        নাম ধরে সে ডাকে,  
ধরতে গেলে পালিয়ে সে যায়  
        বন-পথের বাঁকে।
  
বিশ্ববধূর মনোচোরা  
ধরতে সে চায়, দেয় না ধরা, 
আমি তারই স্বয়ংবরা  
        সঁপেছি প্রাণ তারে॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম