হাম্বির তেতালা

বোলো না বোলো না ওলো সই
আর সে কথা।
ভোমরা চপল-মতি
ফিরে সে যথা তথা॥
তরু কি লতার কাছে
এসে কভু প্রেম যাচে,
তরু বিনা নাহি বাঁচে
অসহায় লতা॥
ভুলিতে যার নাই তুলনা,
সখী তার কথা তুলো না,
প্রাণহীন পাষাণে গড়া
সে যে দেবতা॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম