গজল
পিলু খাম্বাজ মিশ্র দাদরা

পানসে জোছনাতে কে চলো গো পানসি বয়ে।
ঢেউ-এর তালে তালে বাঁশিতে গজল গেয়ে॥
মেঘের ফাঁকে ফোটে বাঁকা শশীর চিকন হাসি,
উজান বেয়ে চলো তুমি কি তার চোখে চেয়ে॥
ওপারে লুকায়ে আঁধার গভীর ঘন বন-ছায়,
আকাশে হেলান দিয়ে আলসে পাহাড় ঘুমায়।
ঘুমায়ে দূরে সে কোন গ্রাম বাসরে পল্লি-বধূর প্রায়।
ওপারে ধুধু বালুচর যেন নদীর আঁচল লুটায়।
ছাড়ি এ-সুখবাস চলেছ কোথায় গো নেয়ে॥
নদীর দু-তীরে টানে বেতস-লতা উত্তরীয়,
চমকি উঠি চখি ডাকে মুহু মুহু ‘কিয়ো!’
চকোরী চাঁদে ভুলি চাহে তব মুখ পানে,
কেঁদে পাপিয়া শুধায়, ‘পিউ কাঁহা, কাঁহা পিয়ো।‘
তুমি যাও আপন-বিভোল স্বপনে নয়ন ছেয়ে॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম