আবির্ভাব

নূরের দরিয়ায় সিনান করিয়া
কে এল মক্কায় আমিনার কোলে।
ফাগুন-পূর্ণিমা-নিশীথে যেমন
আশমানের কোলে রাঙা-চাঁদ দোলে॥
‘কে এল কে এল’ গাহে কোয়েলিয়া,
পাপিয়া বুলবুল উঠিল মাতিয়া,
গ্রহ তারা ঝুঁকে করিছে কুর্ণিশ
হুরপরি হেসে পড়িছে ঢলে॥
জিন্নাতের আজ খোলা দরওয়াজা পেয়ে
ফেরেশতা আম্বিয়া এসেছে ধেয়ে
তহ্‌রিমা বেঁধে ঘোরে দরুদ পেয়ে
দুনিয়া টলমল, খোদার আরর্শ টলে॥
এল রে চির-চাওয়া, এল আখেরে-নবি
সৈয়দে মক্কি-মদনি আল-আরবি,
নাজেল হয়ে সে যে ইয়াকুত -রাঙা ঠোঁটে
শাহাদতের বাণী আধো-আধো বোলে॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম