পিলু-বারোয়াঁ আন্ধা কাওয়ালি

কোকিল, সাধিলি কি বাদ।  
      নিশি অবসান হল  
            না মিটিতে সাধ॥  

মিলনের মোহ কেন
        ডাকিয়া ভাঙিলি হেন,  
            তুই রে সতিনি যেন  
                  চন্দ্রাবলীর ফাঁদ॥  

সার নিশি অভিমানে  
      চাহিনি শ্যামের পানে,  
            জেগে দেখি কুহু তানে –  
                  নাহি শ্যাম চাঁদ॥  

ননদিনি কুটিলা কি  
      পাঠায়েছে তোরে পাখি,  
            সুখের বাসরে ডাকি  
                  আনিলি বিষাদ॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম