মান্দ কাহারবা

এসো মুরলীধারী বৃন্দাবনচারী
    গোপাল গিরিধারী শ্যাম।
তেমনই যমুনা বিগলিতকরুণা,
    কুলুকুলুকুলু স্বরে ডাকে অবিরাম॥
কোথায় গোকুলবিহারী শ্রীকৃষ্ণ,
    চাহিয়া পথপানে ধরণি সতৃষ্ণ,

ডাকে মা যশোদায় নীলমণি  
আয় আয় ডেকে যায় নন্দ শ্রীদাম॥
ডাকে প্রেম-সাধিকা আজও শত রাধিকা  
             গোপ-কোঙারি,
এসো নওল-কিশোর কুল-লাজ-মান-চোর  
             ব্রজবিহারী! 
 
পরি সেই পীতধড়া সেই বাঁকা শিখীচূড়া  
             বাজায়ে বেণু
আরবার এসো গোঠে, খেলো সেই ছায়া-বটে,  
             চরাও ধেনু।
কদম- তমাল-ছায়ে এসো নূপুর-পায়ে 
             ললিত বঙ্কিম ঠাম॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম