যেয়ো না যেয়ো না মদিনা-দুলাল,
হয়নি যাবার বেলা।
সংসার-পাথারে আজও দুলে পাপের ভেলা।
আজও হয়নি যাবার বেলা॥
মেটেনি তোমারে দেখার পিয়াসা,
মেটেনি কদম জিয়ারত আশা,
হজরত, এই জমেছে প্রথম
দীন-ই-ইসলাম মেলা॥
ছড়ায়ে পড়েনি তোমার কালাম
আজিও সকল দেশে,
ফিরিয়া আসেনি সিপাহিরা তব
আজও বিজয়ীর বেশে॥
দীনের বাদশা চাও ফিরে চাও
শোনো দুর্দিনে বেদনা ভোলাও
গুনাহ‍্‍গার এই উম্মতে তব
হানিয়ো না অবহেলা॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম