মরুর ধূলি উঠল রেঙে রঙিন গোলাপ-রাগে।
বুলবুলিরা উঠল গেয়ে মক্কার গুলবাগে॥

খোদার প্রেমের কোন দিওয়ানা
দ্বারে দ্বারে দেয় রে হানা,
নবীন আশার আলো পেয়ে ঘুমন্ত সব জাগে॥

এ কোন তরুণ প্রেমিক এল কাবার অঙ্গনে,

সবুজ পাতার নিশান দোলায় শুকনো খেজুর বনে॥
এল নব দ্বীনের নকিব
চির-চাওয়া খোদার হবিব,
নিখিল পাপী তাপী যাঁহার পায়ের পরশ মাগে॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম