সিন্ধু – কারফা

দেখে যা রে, দুলা সাজে
সেজেছেন মোদের নবি॥
বর্ণিতে সে রূপ মধুর
হার মানে নিখিল-কবি॥
আউলিয়া আর আম্বিয়া সব
পিছে চলে বরাতি,
আশমানে যায় মশাল জ্বেলে
গ্রহ তারা চাঁদ রবি॥
হুর পরি সব গায় নাচে আজ,
দেয় ‘মোবারক বাদ’ আলম,
আরশ কুরসি ঝুঁকে পড়ে
দেখতে সে মোহন ছবি॥
আজ আরশের বাসর-ঘরে
হবে মোবারক-রুয়ত,
বুকে খোদার ইশক নিয়ে
নওশা ওই আল-আরবি॥
মেরাজের পথে হজরত
যান চড়ে ওই বোররাকে,
আয় কলেমা শাহাদতের যৌতুক
দিয়ে তাঁর চরণ ছোঁবি॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম