দূর আরবের স্বপন দেখি বাংলা দেশের কুটির হতে
বেহোশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে॥
হায়গো খোদা কেন মোরে
পাঠাইলে কাঙাল করে
যেতে নারি প্রিয় নবির মাজার শরিফ জিয়ারতে॥
স্বপ্নে শুনি নিতুই রাতে যেন মিশর থেকে
কাঁদছে বেলাল ঘুমন্ত সব মুসলিমেরে ডেকে ডেকে
য়্যা এলাহি। বলো সে কবে
আমার স্বপন সফল হবে
(আমি) গরিব বলে হব কি নিরাশ মদিনা
দেখার নিয়ামতে॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম