তোমায় যেমন করে ডেকেছিল আরব মরুভূমি!  
ওগো আমার নবি প্রিয় আল আরবি  
তেমনি করে ডাকি যদি আসবে নাকি তুমি॥
যেমন কেঁদে দজলা ফোরাত নদী  
কেঁদে দজলা ফোরাত নদী 
হে মোর মরুচারী নবুয়তধারী
তেমনি করে কাঁদি যদি আসবে নাকি তুমি॥
যেমন মদিনা আর হেরা পাহাড় 
জেগেছিল আশায় তোমার  
হে হজরত মম হে মোর প্রিয়তম
তেমনি করে জাগি যদি আসবে না কি তুমি॥  
      মজলুমেরা কাবা ঘরে  
      কেঁদেছিল যেমন করে,
হে আমিনা লালা, হে মোর কমলিওয়ালা,
তেমনি করে চাহিযদি আসবে নাকি তুমি॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম