[ধাত্রী হালিমার উক্তি]

ওগো আমিনা! তোমার দুলালে আনিয়া  
          আমি ভয়ে ভয়ে মরি।  
এ নহে মানুষ, বুঝি ফেরেশতা  
          আসিয়াছে রূপ ধরি॥
সে নিশীথে যখন বক্ষে ঘুমায়  
চাঁদ এসে তাঁয় চুমু খেয়ে যায়,
দিনে যবে মেঘ-চারণে সে যায়  
          মেঘ চলে ছায়া করি।  
সাথে সাথে তার মেঘ চলে ছায়া করি॥  
মনে হয় যেন লুকাইয়া রাতে তোমার শিশুর পায়  
কত ফেরেশ‍্‍তা হুরপরি এসে সালাম করিয়া যায়॥
সে চলে চায় যবে মরুর উপরে,  
বসরা গোলাপ ফোটে থরে থরে,
তার চরণ ঘিরিয়া কাঁদে গুলবনে  
          অলিকুল গুঞ্জরি॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম