আমিনার কোলে নাচে হেলে দুলে  
শিশু নবি আহমদ রূপের লহর তুলে॥  
রাঙা মেঘের কাছে ঈদের চাঁদ নাচে –  
যেন নাচে ভোরের আলো গোলাব গাছে।  
          চরণে ভোমরা গুঞ্জরে গুল ভুলে॥
সেই খুশির ঢেউ লাগে আরশ ও কুরসির পাশে,  
হাততালি দিয়ে হুরি সব বেহেশ‍্‍তে হাসে,  
          সুখে ওঠে কেঁপে দুনিয়া চরণ-মূলে॥  
চাঁদনি-রাঙা অতুল মোহন মোমের পুতুল 
আদুল গায়ে নাচে খোদার প্রেমে বেভুল।  
আল্লার দয়ায় তোহ‍্‍ফা এল ধরার কূলে॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম