ওরে ও দরিয়ার মাঝি! মোরে
নিয়ে যা রে মদিনা।
তুমি মুর্শিদ হয়ে পথ দেখাও ভাই
আমি যে পথ চিনি না।।

আমার প্রিয় হযরত যেথায়
আছেন নাকি ঘুমিয়ে, ভাই!
আমি প্রাণে যে আর বাঁচি না রে
আমার হযরতের দরশ বিনা।।

নদী নাকি নাই ও দেশে,
নাও না চলে যদি
আমি চোখের সাঁতার-পানি দিয়ে
বইয়ে দেব নদী।।

ঐ মদিনার ধুলি মেখে
কাঁদবো ‘ইয়া মোহাম্মদ’ ডেকে ডেকে রে,
কেঁদেছিল কারবালাতে
যেমন বিবি সকিনা।।

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম