আমি অগ্নি-শিখা, মোরে বাসিয়া ভালো
যদি চাও, তব অন্তরে প্রদীপ জ্বালো।।

মোর দহন-জ্বালা রবে আমারি বুকে,
তব তিমির রাতে হব রঙিন আলো।।

হব তোমার প্রেমে নব উদয়-রবি,
আমি মুছাব প্রাণের তব বিষাদ-কালো।।

লয়ে বহ্নি-দাহ, প্রিয়! করো না খেলা,
কবে লাগিবে আগুন, ভাঙিবে মেলা;
শেষে আমার মতো কেন মরিবে জ্বলে;
তুমি মেঘের মায়া, শুধু সলিল ঢালো।।
মোরে আঁচলে ঢেকে তুমি বাঁচালে ঝড়ে,
আজ তুমিই আবার তারে নিভায়ো না লো।।

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম