ভৈরবী-গজল – দাদরা

মোর ঘুমঘোরে এলে মনোহর
নমো নম, নমো নম, নমো নম।
শ্রাবণ-মেঘে নাচে নটবর
ঝমঝম ঝমঝম ঝমঝম॥
শিয়রে বসি চুপি চুপি চুমিলে নয়ন
মোর বিকশিল আবেশে তনু
নীপসম নিরুপম মনোরম॥
মোর ফুলবনে ছিল যত ফুল
ভরি ডালি দিনু ঢালি দেবতা মোর!
হায় নিলে না সে ফুল ছি ছি বেভুল
নিলে তুলি খোঁপা খুলি কুসুম-ডোর।
স্বপনে কী যে কয়েছি তাই গিয়াছ চলি
জাগিয়া কেঁদে ডাকি দেবতায় –
প্রিয়তম প্রিয়তম প্রিয়তম॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম