ধানী – হোরি

আয় গোপিনী খেলবি হোরি
ফাগের রাঙা পিচকারিতে।
আজ শ্যামে লো করব ঘায়েল
আবির হাসির টিটকারিতে।
রঙে রাঙা হয়ে শ্যাম আজ
হবে যেন রাই কিশোরী,
যমুনা-জল লাল হবে আজ
আবির ফাগের রঙে ভরি।
কপালের কলঙ্ক মোদের
ধুয়ে যাবে রং ঝারিতে॥
গুরুজনের গঞ্জনা আজ
সইব না লো মানব না লাজ,
কুল ভুলে আজ গোকুল পানে
ভেসে যাব রাঙা গীতে॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম