কেন আমায় আনলি মাগো মহাবাণীর সিন্ধুকূলে
(মোর) ক্ষুদ্র ঘটে এ সিন্ধুজল কেমন করে নেব তুলে॥ 
        চতুর্বেদে এ সিন্ধুর জল  
        ক্ষুদ্রবারিবিন্দু হয়ে করছে টলমল  
এই বাণীরই বিন্দু যে মা গ্রহ তারা গগনমূলে।  
ইহারই বেগ ধরতে গিয়ে শিবের জটা পড়ে খুলে॥  
অনন্তকাল রবি শশী এই যে মহাসাগর হতে  
সোনার ঘটে রসের ধারা নিয়ে ছড়ায় ত্রিজগতে॥  
        বাঁশিতে মোর, স্বল্প এ আঁধারে  
        অনন্ত সে বাণীর ধারা ধরতে কি মা পারে,  
শুনেছি মা হয় সীমাহীন ক্ষুদ্রও তোর চরণ ছুঁলে॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম