ওমা নির্গুণেরে প্রসাদ দিতে
তোর মতো কেউ নাই।
তোর পায়ে মা তাই রক্তজবা
গায়ে মাখা ছাই।
দৈত্য-অসুর হনন-ছলে
ঠাঁই দিস তুই চরণতলে,
আমি তামসিকের দলে মা গো
তাই নিয়েছি ঠাঁই॥
কালো বলে গৌরী তোরে
কে দিয়েছে গালি,
(ওমা) ত্রিভুবনের পাপ নিয়ে তোর
অঙ্গ হল কালি।
অপরাধ না করলে শ্যামা
ক্ষমা যে তোর পেতাম না মা,
(আমি) পাপী বলে আশা রাখি
চরণ যদি পাই॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম