(আমার) আনন্দিনী উমা আজও
এল না তার মায়ের কাছে।
হে গিরিরাজ দেখে এসো
কৈলাসে মা কেমন আছে॥
মোর মা যে প্রতি আশ্বিন মাসে
মা মা বলে ছুটে আসে;
মা আসেনি বলে আজও
ফুল ফোটেনি লতায় গাছে॥
তত্ত্ব-তালাশ নিইনি মায়ের
তাই বুঝি মা অভিমানে
না এসে তার মায়ের কোলে
ফিরিছে শ্মশানে মশানে।
ক্ষীর নবনী লয়ে থালায়
কেঁদে ডাকি, ‘আয় উমা আয়!’
যে কন্যারে চায় ত্রিভুবন
তাকে ছেড়ে মা কি বাঁচে।

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম