বেহাগ – কাওয়ালি

আনমনে জল নিতে ভাসিল গাগরি।
সাঁতার জানি না, আনি কলস কেমন করি॥
জানি না, বলিব কী, শুধাবে যবে ননদি
কাহার কথা ভাবে পোড়া মন নিরবধি,
গাগরি না ভাসিয়া ভাসিতাম আমি যদি–
কী বলিব কেন মোর ভিজিল গো ঘাগরি॥
একেলা কুলবধূ, পথ বিজন, নদীর বাঁকে
ডাকিল বউ-কথা-কও কেন হলুদ-চাঁপার শাখে,
বিদেশে শ্যাম আমার পড়ল মনে সেই সে ডাকে,
ঠাঁই দে যমুনে, বুকে, আমি ডুবিয়া মরি॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম