পাহাড়ি মিশ্র – দাদরা

আজিকে তনু মনে লেগেছে রং লেগেছে রং।
বধূর বেশে ধরা সেজেছে অভিনব ঢং॥
কাননে আলোছায়া,
নয়নে রঙের মায়া,
দুলে দোদুল কায়া, পরানে বাজিছে সারং॥
সে রঙের সাগর-কোলে
কত চাঁদ রবি দোলে,
বাজে গগন-তলে জলদ-তালে মেঘ-মৃদং॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম