পিলু – কারফা

আজ শেফালির গায়ে হলুদ
উলু দেয় পিক পাপিয়া।
প্রথম প্রণয়-ভীরু বালা
লাজে ওঠে কাঁপিয়া॥
বনভূমি বাসর সাজায়
ফুলে পাতায় লালে নীলে,
ঝরে শিশির আশিস-বারি
গগন-ঝারি ছাপিয়া॥
বৃষ্টি-ধোয়া সবুজ পাতার
শাড়ি করে ঝলমল,
ননদিনি ‘বউ কথা কও’
ডাকে আড়াল থাকিয়া॥
দেখতে এল দিগ‍্‍বালিকা
সাদা মেঘের রথে ওই,
শরৎ-শশীর মঙ্গল-দীপ
জ্বলে গগন ব্যাপিয়া॥
অতীত প্রণয়-স্মৃতি স্মরি
কেঁদে যায় আশিন হাওয়া,
উড়ে বেড়ায় বর সে ভ্রমর
কমল-পরাগ মাখিয়া॥

<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম