আংটিটা
- নীরেন্দ্রনাথ চক্রবর্তী

আংটিটা ফিরিয়ে দিও, ভানুমতী, সমস্ত সকাল
দুপুর বিকেল তুমি হাতে পেয়েছিলে।
যদি মনে হয়ে থাকে, আকাশের বৃষ্টিধোঁয়া নীলে
দুঃখের শুশ্রূষা নেই, যদি
উন্মত্ত হাওয়ার মাঠে কিংশুকের লাল
পাপড়িও না পেরে থাকে রুগ্ন বুকে সাহস জাগাতে,
অথবা সান্ত্বনা দিতে বৈকালের নদী,---
আংটিটা ফিরিয়ে দিও সন্ধার সহিষ্ণু শান্ত হাতে।
আংটিটা ফিরিয়ে দিও। এ-আংটি যেহেতু তারই হাতে
মানায়, যে পায় খুঁজে পত্রালীর ভিড়ে
ফুলের সুন্দর মুখ, ঘনকৃষ্ণ মেঘের শরীরে
রৌদ্রের আলপনা। কোনো ক্ষতি
ফেরাতে পারে না তাকে তীব্রতম দুঃখের আঘাতে
আংটিটা ফিরিয়ে দিও, তাতে দুঃখ নেই, ভানুমতী।

Nirendranath Chakravarty ।। নীরেন্দ্রনাথ চক্রবর্তী