আইলা! কী?
প্রাকৃতিক জেনোসাইড? বলতে
দ্বিধা নেই; তবে কতবার
পড়বে বিবেক দোয়া ও দরুদ?

স্মৃতিতে রবীন্দ্রনাথ পতিসরে
আলখাল্লাহীন দীর্ঘ আদুল দেহে
পায়চারিরত এবং চিন্তিত!

যদি না থাকত
পুরুষানুক্রমিক জমিদারি
তিনি কি লিখতেন
‘আমার সোনার বাংলা’…?

বন্যায়, জলোচ্ছ্বাসে, কালবোশেখির
হিংস্র থাবায় ক্ষতবিক্ষত যারা
অসময়ে, প্রচণ্ড আতঙ্কে রুদ্ধবাক্
গেছে পরকালে—

ঈশ্বর-আল্লার কাছে প্রশ্নবিদ্ধ তারা
যদি বলে বসে—আমাদের হন্তারক, প্রভু,
সেই সব ভাগ্যবান
যাদের ধনের বোঝা বহন করেন
ভগবান!

————-
দিলওয়ার
সূত্র: প্রথম আলো, জানুয়ারী ১৮, ২০০৯

Super User