আলোতে জন্মেছি আমি অন্ধকারে মৃত্যু নেমে আসে
অনন্ত আঁধারে জন্ম অনিবার্য জ্যোতিতে নির্বাণ
সকল অস্তিত্ব জুড়ে শরীরাভ আশ্চর্য নির্মাণ
কবিতা সঙ্গীত আর চিত্রকলা আমার নিঃশ্বাসে
আলোতে আঁধার আছে অন্ধকার আলোহীন নয়
সমূহ ধ্বংসের থেকে জ্বলে ওঠে সৃষ্টির শরীর
আলোতে আঁধারে মেশে মহাকাল তৃষ্ণার্ত সময়
রাত্রির কালোতে আছে চিরদিন নক্ষত্রের ভীড়

আলোর নিভৃতে জ্বলে অন্ধকার ইহ পরকাল
একান্ত আঁধারে দেখি জ্যোতির্ময় সৃষ্টি ও বিলয়
রৌদ্রের বিশাল অঙ্গে বাতাসেরা দেখি ছায়াময়
কখনো প্রকৃতি জুড়ে চন্দ্রস্নাত তরুণ সকাল
কবিতা সঙ্গীত আর চিত্রকলা আমার নিঃশ্বাসে
আলোতে আঁধারে আমি রক্তাপ্লুত মৃত্যু নেমে আসে

সূত্র: দৈনিক ইত্তেফাক, ফেব্রুয়ারী ০৫, ২০১০

Super User