একটি আমার আলসে ছড়া
দিব্যি ঘুমায় খাটে,
একটি আমার উদাস ছড়া
বেড়ায় নদীর ঘাটে।

একটি আমার রাগী ছড়া
চেঁচায় ঝাঁঝাঁ স্বরে,
শাসায় আমায় থাকবে না সে
এমন ছোট্র ঘরে।

একটি আমার জেদী ছড়া
তাকায় লালচে চোখে।
মানে না সে কোনও কিছুই,
ভয় পেয়ে যায় লোকে।

একটি আমার সুবোধ ছড়া
দেবেই সাড়া ডাকে,
কলম থেকে নেমে এসে
খাতার পাতায় থাকে।

Shamsur Rahman।। শামসুর রাহমান